All for Joomla The Word of Web Design

অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিভাগ চালুর সিদ্ধান্ত

বিশ্বব্যাপী ইসলামিক শিক্ষার ব্যাপক চাহিদার ফলে গ্রিসের থেসালোনিকি শহরে অবস্থিত অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদে নতুন শিক্ষাবর্ষে ইসলামি শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী বর্ষ থেকে এটি চালু করবে বলে জানা গেছে। খবর আরব নিউজ এজেন্সি

জানা যায়, গ্রিস ও আরব দেশগুলোর বিভিন্ন সামাজিক সংগঠনের অনুরোধ ও চাহিদার ফলে এ উদ্যোগ নেয়া হয়।

এ বিভাগের আওতায় পবিত্র কুরআন-হাদিস, তাফসির-ব্যাখ্যা, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি শরিয়তের পাঠ্যক্রম, তর্কশাস্ত্র, মাজহাব ও অন্য ইসলামি বিষয়াদির পাঠদান করা হবে।

অনুরূপভাবে গ্রিক বিজ্ঞানকে আরব ইসলামি চিন্তাধারায় রূপান্তর এবং মুসলিম দেশগুলোর ভূগোল, ধর্মীয় সমাজবিজ্ঞান, ওসমানি খিলাফত ও বলকান ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। ইসলামি বিভাগের বিষয়গুলো আরবি, ফারসি ও ইংরেজিতে পড়ানো হবে।

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

শিরোনাম:
  ❖   পরকালের জন্য হোক কিছু সঞ্চয়   ❖   কোনো এক ক্ষণে   ❖   ঠিকানার শেষ প্রান্তে   ❖   অন্যরকম বিয়ে   ❖   ভাগ্যকে আশীর্বাদ করুন দোষারোপ নয়   ❖   সত্যের পথে   ❖   কওমি সনদ, হাইআতুল উলইয়া, বেফাক ও অন্যান্যদের দলাদলি: একটি পর্যালোচনা   ❖   ২০০১ সাল থেকে এ পর্যন্ত যুদ্ধের পেছনে আমেরিকার খরচ ৫.৬ ট্রিলয়ন ডলার!   ❖   ভয়ঙ্কর সামাজিক ব্যাধি পরকীয়া   ❖   আরবের দুম্বা সমাচার